সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

চুনারুঘাটে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় যুবক কারাগারে

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার চুনারুঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তিসহ সরকারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারমূলক পোস্ট প্রদান করায় কৃষকলীগ নেতার দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মোনফাসির ওরফে মোবাশ্বির মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার গোলগাঁও গ্রামের মৃত আতাব মিয়ার ছেলে । বুধবার (৭ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) চম্পক দাম।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী মোনফাসির মিয়া তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি, সরকারের বিরুদ্ধে অপপ্রচার এমনকি পুলিশের বিরুদ্ধেও অপপ্রচার চালিয়ে আসছে। তার ভাই আলমগীর মিয়াসহ অজ্ঞাত আরও আসামী এই সকল পোস্ট ফেইসবুকে লাইক ও কমেন্ট দিয়ে ভাইরাল করে। বিষয়টি আওয়ামীলীগের নেতাকর্মীদের নজরে আসে। পরে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোঃ আব্দুল ওদুদ স্বপন বাদী হয়ে চুনারুঘাট থানা মোনফাসির ওরফে মোবাশ্বির মিয়া ও তার ভাই আলমগীর মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ থেকে ৩জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে মোনফাসির মিয়াকে গ্রেফতার করে।

এ ব্যাপারে মামলার বাদী মোঃ আব্দুল ওদুদ স্বপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে এ ধরণের অপপ্রচারের কারণে একজন দলীয় কর্মী হিসাবে আহত হয়ে তিনি মামলাটি দায়ের করেন।

চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক দাম জানান, আসামীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় মামলাটি আমি নিজে তদন্তের দায়িত্ব নিয়েছি। ফেসবুকে আসামীদের এ ধরণের প্রচারণার ফলে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে অস্থিরতা সৃষ্টির পাশাপাশি আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। আমরা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও অজ্ঞাত আসামী এবং নেপথ্যে থাকা চক্রের সন্ধান পাওয়ার জন্য গ্রেফতারকৃত আসামী মোনফাসির মিয়ার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করব। এজাহারভুক্ত অপর আসামী আলমগীর মিয়াকেও গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com