শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে কুকুরছানাকে লাথি দেয়াকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার শিমুলঘর গ্রামের মধ্যপাড়া ও উত্তরপাড়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, কয়েকদিন আগে উপজেলার শিমুলঘর গ্রামের উত্তরপাড়ার এক কিশোর মধ্যপাড়ার একটি কুকুরছানাকে লাথি দেয়। এ নিয়ে দুই মহল্লার লোকজনের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়।
মঙ্গলবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
গুরুতর আহত শেখ ফয়সল, নিজাম উদ্দিন, শেখ মুজাহিদ, শেখ সুহেল মিয়া, শেখ আনসার, মোতাহির মিয়া, মোফাচ্ছির মিয়া, হানিফ মিয়া, আমির উদ্দিন, সালমান, আরিফ ও রহিম মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।