শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

কমলগঞ্জে আব্দুস শহীদ এমপির জনসচেতনতামূলক প্রচারনা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

রোববার (১ আগস্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলার কাঠালকান্দি, ইসলামপুর, ননিয়ারপার এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণের মাঝে জনসচেতনতামূলক প্রচারণায় অংশনেন তিনি। এসময় রাস্তায় মাস্ক বিহীন মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন। এবং মাস্ক পরতে মানুষকে উদ্বুদ্ধ করেন।

উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি জনতার উদ্দেশ্যে বলেন, করোনাভাইরাসের এই অতিমারিতে সরকার সজাগ দৃষ্টিতে রয়েছে। দেশের জনগণকে করোনার হাত থেকে রক্ষা করতে ইউনিয়ন পর্যন্ত টিকা দানের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে জনগণের প্রতি আহ্বান জানান, এবং ১৮ উর্দ্ব সকলকে টিকা নেওয়ার পরামশর্ দিয়ে বলে, আমি নিযেও করোনা আক্রান্ত হয়েছি। করোনাকে ভয় নয়, স্বাস্থ্যবিধি মেনে এবং ভ্যাকসিন নিয়ে জয় করতে হবে। তাই সকলকে টিকা গ্রহণের মাধ্যমে দেশকে করোনা মুক্ত করার আহ্বান জানান।

প্রচারণাকালে শ্রীমঙ্গল কলেজ ছাত্রলীগের সাবেক সাবেক সভাপতি মো. সাবের আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি আবেদ হোসেন, মো. জাবেদ, মো. সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো. হামিম ও জাকারিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com