শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৬৪ জন মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর রেকর্ড এটাই। এর আগেও, গত ৫ আগস্ট রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া, ৭ আগস্ট ২৬১ জনের মৃত্যু হয়েছিল।
এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ হাজার ১৬১ জন।
একই সময়ে করোনা আক্রান্ত ১১ হাজার ১৬৪ জনকে শনাক্ত করা হয়েছে। এর আগে, গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
দেশে এ পর্যন্ত মোট ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৭ হাজার ৪২৪টি নমুনা পরীক্ষায় ১১ হাজার ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬৪ জনের মধ্যে ১৫৪ জন পুরুষ ও ১১০ জন নারী।
২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৬০ জন মারা গেছেন। বরিশাল বিভাগে এ সময়ে সবচেয়ে কম ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ২৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, সিলেট বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ১৪ জন ও রাজশাহী বিভাগে ২৫ জন মারা গেছেন।
একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯০৩ জন। মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৭১ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬৮ শতাংশ।