বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ১১৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ৫১৩ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত পাঁচ হাজার ২৪৯ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
গতকাল সোমবার করোনায় দেশে ১১৭ জনের মৃত্যু হয়েছিল। গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া, ৭ আগস্ট মৃত্যু হয়েছিল ২৬১ জনের।
গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৪ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষায় পাঁচ হাজার ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৪ জনের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৫৮ জন নারী।
২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ জন মারা গেছেন।
এ ছাড়া, খুলনা বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে নয় জন, রাজশাহী ও রংপুর বিভাগে ছয় জন করে, বরিশাল বিভাগে পাঁচ জন ও ময়মনসিংহ বিভাগে চার জনমারা গেছেন।
একই সময়ে দেশে সুস্থ হয়েছেন আট হাজার ৯০৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৮১ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৭৩ শতাংশ।