বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ধান ক্ষেত থেকে ডাকাতের গলাকাটা লাশ উদ্ধার বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সীমানা পরিবর্তন হলো ৪৬ সংসদীয় আসনের চুনারুঘাটে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ:  লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের নেতা নুর চুনারুঘাটে বাল্লা স্থলবন্দরের কার্যক্রম স্থগিত চুনারুঘাটের কৃতি সন্তান আব্দুর রহমান তরফদার সচিব পদে পদোন্নতি বাহুবলে দলিল লিখক সমিতির নয়া কমিটি গঠিত

বাহুবল হাসপাতালে কেটেছে অক্সিজেন সিলিন্ডারের সংকট

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ব্যক্তি-প্রতিষ্ঠানের অনুদানে আপাতত অক্সিজেন সিলিন্ডারের সংকট কেটেছে। এ পর্যন্ত সরকারি-বেসরকারি মিলিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সিলিন্ডার সংখ্যা দাঁড়িয়েছে ৫৩টিতে। এতে স্বস্থি ফিরেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও সেবা প্রত্যাশীদের মাঝে। করোনা সংক্রমণ বৃদ্ধির সময়গুলোতে আক্রান্ত রোগিদের অক্সিজেন সরবরাহে হিমশিম খেতে হয়েছিল।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালে করোনা প্রকোপের শুরুতে অক্সিজেন সিলিন্ডারের পরিমাণ শূন্যের কোটায় থাকলেও এখন রয়েছে মোট ৫৩টি। এর মাঝে ৫১টি অক্সিজেন সিলিন্ডার ও ২টি অক্সিজেন কনসেন্টেটর। ৫১টি মধ্যে সরকারিভাবে প্রদান করা হয়েছে ৩৯টি অক্সিজেন সিলিন্ডার। এছাড়াও ফিনলে টি এস্টেট ৫টি, স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি’র ব্যক্তি উদ্যোগে ২টি, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা ২টি, বাহুবল প্রবাসি কল্যাণ পরিষদ ২টি ও বাহুবল পল­ী সঞ্চয়ী ব্যাংক ১টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে। তাছাড়া ২টি অক্সিজেন কনসেন্টেটর প্রদান করেছে সেভরন কোম্পানী।

এদিকে গত বুধবার (০৮ সেপ্টেম্বর) বাহুবল অফিসার্স ক্লাবে উপজেলা পল­ী সঞ্চয়ী ব্যাংকের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসকার আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অলিউর রহমান অলি, উপজেলা পল­ী সঞ্চয়ী ব্যাংকের শাখা ব্যবস্থাপক জয়া সিংহা, আওয়ামীলীগ নেতা আয়াত আলী প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল দাশ বলেন, করোনা প্রকোপের শুরুতে অক্সিজেন সিলিন্ডারের শূন্যতায় ভুগলেও এখন আর কোন ধরণের সংকট নেই। চাহিদার চেয়ে বেশি অক্সিজেন সিলিন্ডার থাকায় আমরা নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাচ্ছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com