রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে বিরল প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। সাপটিকে চা বাগানের একটি বাংলো থেকে উদ্ধার করা হয়। এর আগে এ ধরণের সাপ এ অঞ্চলে দেখা যায়নি। সাপটি উদ্ধারের পর লাউয়ছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।
শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ভাড়াউড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোতে সাপটি দেখার পর উদ্ধারের জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়া হয়।
খবর পেয়ে তিনি সাপটিকে উদ্ধার করেন। সজল দেব আরো জানান, উদ্ধারকৃত সাপটি স্থানীয়দের কাছে অপরিচিত। এর পরিচয় শনাক্ত করতে সর্প বিশেষজ্ঞ খবর দেওয়া হয়েছে। শুক্রবার বিশেষজ্ঞ টিম এলে এটি কোন প্রজাতির সাপ পরিচয় নির্ণয় করা যাবে।