রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবির বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি ব্যবসা প্রতিষ্টানকে ১৯ হাজার টাকার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত মৌলভীবাজার কার্যালয়।
বুধবার সকাল থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে ও কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় বাজার তদারকি ও অভিযান পরিচালিত হয়। এসময় কুলাউড়া উপজেলার মধ্য রবিরবাজার, রবিরবাজার, কুলাউড়া রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, মাছ মাংসের দোকান, ফার্মেসী দোকানসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ ও তৈরি করা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করা, রাস্তার পাশে অস্বাস্থ্যকর ভাবে খোলা অবস্থায় রেখে খাদ্য পণ্য বিক্রয় করা, পোড়া তেল ব্যবহার করে খাদ্য পণ্য তৈরি করা, আয়োডিন বিহীন খোলা লবণ ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মধ্য রবিরবাজারে অবস্থিত মেসার্স সজল মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা, রবিরবাজারে অবস্থিত ধানসিড়ি রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা, জালালাবাদ হোটেলকে ৫ হাজার টাকা, মেসার্স লেমন ফার্মেসীকে ৪ হাজার টাকাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। তিনি আরো বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে মৌলভীবাজারের প্রতিটি উপজেলায় এরুপ অভিযান অব্যাহত রয়েছে।