সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পিঠা মেলাকে ঘিরে সানশাইন ক্যাম্পাসে নবীন-প্রবীন-নারী-শিশুর মিলনমেলা বাহুবলের মিরপুরে দি হোপ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলের পুটিজুরীতে আলোর দিশারী শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন নতুন আইজিপি বাহারুল আলম সড়কে বাকবিতণ্ডার জেরে সাবেক এমপির ‘ফাঁকা গুলি’, মারধর করে পুলিশে সোপর্দ আগাম নির্বাচনে ক্ষমতায় আসবে বিএনপি, কিন্তু… : আইসিজি বাহুবলে বহু কাঙ্খিত স্মার্ট কার্ড বিতরণের সিডিউল ঘোষণা বাহুবলে মা মেয়ে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শামীম ওসমান কীভাবে মাঠে থাকবেন, প্রশ্ন আইভীর

তরফ নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান কীভাবে মাঠে থাকবেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সেলিনা হায়াৎ আইভী।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভী বলেন, ‘উনি (শামীম ওসমান) কীভাবে মাঠে থাকবেন, উনি একজন সংসদ সদস্য। আচরণবিধি লঙ্ঘন হবে তারা মাঠে থাকলে। আমি আবারও গণমাধ্যমের কাছে বলি আমার আস্থা সবসময় জনগণের প্রতি আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। এর বাইরে কারো কাছে আমি আস্থা রাখি না।’

মঙ্গলবার নগরীর খানপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আইভী। এ সময় সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান প্রসঙ্গে আইভী বলেন, ‘দল আমার পাশে আছে এখন দলের ভেতর থেকে কে আমার পাশে আসবে সেটা আমার বিষয় নয়, দলের বিষয়। আমার আস্থা আমার দলের প্রধান, দল ও জনগণের কাছে।’

নির্বাচনে আইভীর বিরুদ্ধে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার যে অভিযোগ করেছেন তা নতুন কোনো চাল বলে মন্তব্য করেন আইভী।

নৌকার প্রতীকের প্রার্থী বলেন, ‘আমি দেখছি উনি প্রচারণা চালাচ্ছেন, তাহলে বারবার কেন অভিযোগ করছে তা আমি জানি না। আমি প্রভাব বিস্তার করি না। এখানে প্রভাব বিস্তারের প্রশ্নই আসে না। কারণ আমি নারায়ণগঞ্জের কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলেছি। সুতরাং আমি আমার মতো করে প্রচারণা করছি। ওনি উনার মতো করে করছেন।’

সংবাদ সম্মেলনে তৈমূর আলম খন্দকারের অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘আমি কোনো প্রভাববিস্তার করি না। তৈমূর অভিযোগ করছে সেটা তার নতুন কোনো চাল।’

আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ জানে আমার প্রভাববিস্তার করার মতো লোকবল নাই। প্রশাসন কখনো আমাকে সহযোগিতা করে নাই। হঠাৎ করে প্রশাসন আমাকে সহযোগিতা করবে এটা আমি বিশ্বাস করি না। প্রতিটা নির্বাচনের একটা রূপ থাকে, হয়তো তারা সেটা করছে কিন্তু আমি জানি না।’

প্রচারণায় ব্যস্ত জানিয়ে নৌকার প্রতীকের প্রার্থী বলেন, ‘আমি তৈমূর আলমের বিষয়ে জানি না। তবে আমি বলবো সব ধরনের অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এটা শুধু আমি না সব প্রার্থীর চাওয়া থাকে।’

আইভী বলেন, ‘আমি নিরপেক্ষ ভোট চাই। আমার ভোটাররা যাতে ভোট দিতে যেতে পারে সেজন্য প্রশাসনের যেন তৎপর থাকে এবং সেই পরিবেশটা যেন থাকে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com