শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

নরসিংদীর ধর্ষণ মামলার আসামি চুনারুঘাট বাল্লা সীমান্তে আটক

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নরসিংদীর শিশু ধর্ষন মামলার প্রধান আসামি মিরাজ মিয়াকে চুনারুঘাটে বাল্লা সীমান্তে আটক করেছে রেপিট এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৯।

উপজেলার গাজীপুর ইউনিয়নের বাল্লার নোম্যান্স ল্যান্ড এর পাশে একটি বাড়িতে রবিবার বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়।
মিরাজ নরসিংদীর বেলাবো থানার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি বলে নিশ্চিত করেছেন রেপিট এ্যাকশন ব্যাটালিয়ান ৯ হবিগঞ্জ ক্যাম্প।

জানা যায়, গত ১৯ জানুয়ারি রাত ৯টার দিকে নরসিংদী জেলার বেলাবো উপজেলার দেওয়ানের চর গাংকুলপাড়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় একই গ্রামের বখাটে মিরাজ মিয়া জানালা দিয়ে ঘরে ঢুকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটিকে ধর্ষণ করে। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত মেরাজ পালিয়ে যায়।

ঘটনাটি স্থানীয় জাতীয় পত্রিকা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।এক পর্যায়ে আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে অভিযুক্ত মিরাজ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধিন বাল্লা সীমান্তবর্তী এলাকার নোম্যান্সল্যান্ডের পাশে আত্মগোপন করে আছে।

এরপর উক্ত স্থানে র‌্যাব-৯ ছায়াতদন্ত শুরু করে। পরবর্তীতে ৫৫ বিজিবি বাল্লা ক্যাম্পএর সহায়তায় র‌্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প উক্ত নোম্যান্স ল্যান্ড এর পাশের বাড়িতে অভিযান পরিচালনা করে মৃত : হাসিম মিয়ার বাড়ি থেকে প্রধান আসামি কে গ্রেপ্তার করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com