বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন, ১০ গাড়ি ভস্মীভূত একাদশে ভর্তি : প্রথম ধাপের ফলে কলেজবঞ্চিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী চুনারুঘাট সীমান্তে আটক ৩ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ চুনারুঘাটে পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ চারজন আটক ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান সামরিক বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার: সেনাপ্রধানের সতর্কবার্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে চলতি সপ্তাহেই ভোটের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে ইসি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত চুনারুঘাট থানার ওসি নুর আলম চুনারুঘাটে গৃহবধূ হত্যার অভিযোগ স্বামী পলাতক, দুই নারী আটক

মিরপুর ইউপি চেয়াম্যানের দায়িত্ব গ্রহণ করলেন শামীম আহমদ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের অন্যতম মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সফল মেম্বার মো. শামীম আহমদ। মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্য দিয়ে দায়িত্ব গ্রহন করেন নবনির্বাচিত চেয়ারম্যান, সকল পুরুষ সদস্য ও নারী সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে লাল গালিছা অভ্যর্থনা নিয়ে ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে লাল ফিতা কেটে পরিষদের ভিতরে সভাস্থলে উপস্থিত হন চেয়ারম্যান শামীম আহমদ। সেখানে তাকে শুভেচ্ছা জানায় বাহুবল মুক্ত স্কাউট গ্রুপের একটি ইউনিট। পরে চেয়ারম্যান পরিষদের নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করেন।

শুভেচ্ছা পর্ব শেষে হাফেজ মুছাব্বির হোসেন এর কন্ঠে কোরআন তেলাওয়াত ও সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। সাংবাদিক সিদ্দিকুর রহমান মাসুমের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। পরে নব দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শামীম আহমদ বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নব নির্বাচিত সদস্য মো: কদর আলী, মো: শফিকুল ইসলাম, মো: কদ্দুছ মিয়া, মো: ফুল মিয়া, হাজী আবিদ আলী বুধন, মো: দরবেশ আলী ছায়েদ, মো: দরবেশ আলী, মো: ইসমাঈল আলী, মো: আফরোজ আলী তালুকদার, নারী সদস্য রহিমা খাতুন চম্পা, মোছা: মিনারা বেগম,রাজিয়া আক্তার, মিরপুর ব্যকস’র সভাপতি মোতাব্বির হোসেন, ব্যবসায়ী মিন্টু চন্দ্র দেব, গীতিকার এমআর মামুন, কবি গোলাম মোস্তফা শৈবাল, কাউছার আহমদ মুন্না প্রমুখ।

আলোচনা সভা শেষে মিরপুর মাদ্রাসার মুহতামিম মুফতি ওয়াহিদুল ইসলাম মুনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে বাহুবল মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক আল সায়েম শাকিলের নেতৃত্বে একটি ইউনিট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com