রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পহেলা বৈশাখ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টায় মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ- ১ আসনের সাংসদ গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রেহেনা মজুমদার মুক্তি, বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবুল খয়ের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আউয়াল, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইউসুফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক এক শামছুদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম প্রমুখ।
পরে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ৭০% ভুর্তকির আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এর মধ্যে ছিল ৩টি কম্বাইন হারভেস্টার, কৃষক প্রতি ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।