বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

হবিগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

দিদার এলাহী সাজু, বিশেষ প্রতিনিধি: গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে রাস্তা সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে মাঠে নামল শত শত গ্রামবাসি। মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন শ্লোগান সংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে জড়ো হন তারা। এসময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো কোর্ট মসজিদ প্রাঙ্গণ।

১১নং মক্রমপুর ইউনিয়ন ছাত্র সংগ্রাম পরিষদ ও দক্ষিণ বানিয়াচং আঞ্চলিক সিএনজি, টমটম, মিশুক মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সামাজিক, রাজনৈতিক, শ্রমিক ও পেশাজীবিসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ছাত্রনেতা আব্দুল মতিনের পরিচালনায় ও মোতাকাব্বির খান আসাদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, সাবেক জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, ছাত্রনেতা সারোয়ার আলম, নাছির উদ্দিন আফরোজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, খানাখন্দ আর ছোট-বড় গর্তে বেহাল দশায় পরিণত হয়েছে হবিগঞ্জ-সুজাতপুর ভায়া আগুয়া আঞ্চলিক সড়কটি। দীর্ঘদিন যাবত সড়কটি বেহাল দশায় পরিণত হলেও কর্তৃপক্ষ এটি সংস্কার করছে না। যে কারণে দক্ষিণ বানিয়াচংয়ের ৫টি ইউনিয়নসহ রাস্তাটি দিয়ে চলাচলকারী আশ-পাশের হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন ।

বক্তারা বলেন, এই সড়ক দিয়ে কোন গর্ভবতী অসুস্থ মায়ের আনা-নেয়া করা যায় না। সড়কের বেহাল অবস্থার কারণে পরিবহন করা যায় না মালামাল। যে কারণে জনবহুল এই রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

হুশিয়ারি দিয়ে বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে যদি রাস্তাটি সংস্কার করা না হয় তা হলে সাধারণ মানুষদের সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com