বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

চুনারুঘাটে ২ মাদক কারবারি গ্রেফতার

জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): চুনারুঘাট উপজেলার চানপুর থেকে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৫২২ পিস ইয়াবা, ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। এসময় এক নারী মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে।

রোববার (১০ আগষ্ট) দুপুরে চুনারুঘাট থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে ওসি নুরে আলম জানান, গ্রেফতারকৃতরা অনেকদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলো। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা পশ্চিম চানপুর গ্রামের পঞ্চ প্রসাদ মুন্ডার পুত্র সমর মুন্ডা (২৩) ও মৃত ভাদ মুন্ডার পুত্র
পূর্ণ দেব মুন্ডা (৪০)। এসময় অনিল উরাং এর স্ত্রী স্মৃতি উরাং (৩৫) পালিয়ে যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com