মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

মেসিকে ছাড়াই বড় হার ইন্টার মায়ামির, অরল্যান্ডোর কাছে ৪-১ ব্যবধানে পরাজয়

তরফ নিউজ ডেস্ক: মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমে বড় হারের মুখ দেখল ইন্টার মায়ামি। অরল্যান্ডো সিটির বিপক্ষে ৪-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে দলটি। ম্যাচে লুইস মুরিয়েল করেন জোড়া গোল, বাকি দুটি গোলের একটি আসে মার্টিন ওজেদার পা থেকে এবং আরেকটি করেন মার্কো প্যাসালিচ।

রোববার (১০ আগস্ট) রাতে ইন্টার অ্যান্ড কো স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় অরল্যান্ডো। দ্বিতীয় মিনিটে মুরিয়েলের গোল দলকে লিড এনে দেয়। তবে তিন মিনিট পরই ব্রাইটের গোল মায়ামিকে সমতায় ফেরায়। ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অরল্যান্ডো সিটি। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে মুরিয়েল দলকে ফের এগিয়ে দেন। এরপর ৫৮ মিনিটে ওজেদা ও ৮৮ মিনিটে প্যাসালিচের গোল নিশ্চিত করে অতিথি দলের বড় জয়।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে অরল্যান্ডো। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া, আর ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইন্টার মায়ামি।

উল্লেখ্য, ৩ আগস্ট নেকাক্সার বিপক্ষে লিগস কাপে ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। সেই চোটের কারণে পুমাসের বিপক্ষে লিগস কাপের ম্যাচেও অনুপস্থিত ছিলেন তিনি। মেসিকে ছাড়াই সেই ম্যাচে জিতলেও এমএলএসের ম্যাচে বড় হার এড়াতে পারল না মায়ামি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com