শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : ঢাকা, ১৩ আগস্ট ২০২৫ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন।
বুধবার রাত ৯টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার সঙ্গে সফরসঙ্গীরাও দেশে ফেরেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত সোমবার কুয়ালালামপুরে পৌঁছান ড. ইউনূস। সফরকালে তিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে বৈঠক করেন এবং একাধিক উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন।