শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

বাহুবলের গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের রশিদপুর গ্যাস ফিল্ড থেকে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহ করা হলেও দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন বাহুবলবাসী। নিজ এলাকায় গ্যাসের অধিকার থেকে বঞ্চিত এই জনগণ এখন ন্যায্য দাবিতে ফুঁসে উঠেছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় রশিদপুর গ্যাস ফিল্ডের সামনে বাহুবল সম্মিলিত নাগরিক ফোরামের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। “বাহুবলের ঘরে ঘরে গ্যাস সংযোগ চাই” স্লোগানে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে স্থানীয় জনসাধারণ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, “রশিদপুরের গ্যাস দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায়, অথচ রশিদপুরবাসীর ঘরে এখনো চুলা জ্বলে না—এ এক তীব্র অবিচার।” তারা আরও বলেন, বাহুবলের ঘরে ঘরে গ্যাস সংযোগ না দেওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাহুবলবাসীর ন্যায্য দাবিকে অবহেলা না করে দ্রুত গৃহস্থালী গ্যাস সংযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে সতর্ক করেন তারা।

মানববন্ধন শেষে উপস্থিত জনতা এক কণ্ঠে বলেন—“আমাদের গ্যাস, আমাদের অধিকার—বাহুবলবাসী আর বঞ্চিত নয়!”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com