মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
দিদার এলাহী সাজু, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা জামায়াতের আমির ও হবিগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী মাওলানা মখলিছুর রহমানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) রাতে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উল্লেখিত সময়ে কাজী মাওলানা মখলিছুর রহমান মাধবপুর উপজেলার কাসিমনগর বাজারে গণসংযোগ শেষে বহরা ইউনিয়নের রাজাপুর চৌধুরী বাড়িতে উঠান বৈঠক করেন। বৈঠক শেষে ফেরার পথে তার ব্যক্তিগত গাড়ি রাজাপুর এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং ভেতরে থাকা কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মাধবপুর উপজেলা জামায়াতে ইসলামী তাৎক্ষনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, “পরিকল্পিত হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ভবিষ্যতে বড় কোনো দূর্ঘটনা ঘটলে এর দায় প্রশাসনকেই নিতে হবে।”
এ প্রতিনিধির সাথে মোবাইল ফোনে আলাপকালে হামলার শিকার কাজী মাওলানা মখলিছুর রহমান বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে ফিরছিলাম। হঠাৎই আমাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়া হয় । তবে এতে কেউ আহত হয়নি। কে বা কারা এর সঙ্গে জড়িত তা আমরা জানি না। বিষয়টি পুলিশকে অবহিত করেছি।”
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ উল্ল্যাহ এ প্রতিনিধিকে মোবাইল ফোনে বলেন, “ঘটনার পর আমরা একজন হামলাকারীকে সনাক্ত করতে পেরেছি। তার নাম সেলিম মিয়া (৩২)।তবে এলাকাবাসী তাকে মানসিক প্রতিবন্ধী বলায় আটক করা হয়নি।
তিনি আরও বলেন, “এ ঘটনায় কোন লিখিত অভিযোগ করা হয়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থায় রয়েছে।
এদিকে, ঘটনার পর থেকে হবিগঞ্জের সামাজিক যোগযোগ মাধ্যম সরগরম হয়েপড়েছে। জামায়াত-শিবির নেতাকর্মীরা এ ঘটনাকে পরিকল্পিত দাবী করে ফেসবুকে ক্ষোব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
তাদের দারি, কোন এক বিশেষ মহলের ইন্ধনে প্রতিবন্ধী ব্যক্তিকে হামলাকারী সাজিয়ে প্রকৃত হামলাকারীদের আঁড়াল করার অপচেষ্টা চলছে ।