শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
এস এম টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবল উপজেলার চন্দ্রছড়ি এলাকায় শাহ অছি উল্লাহ (রহ.) মাজারের ওরসকে কেন্দ্র করে জুয়া খেলার সময় ৮ জনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে মেলায় চলমান অশ্লীল নাচ-গানের আসরও বন্ধ করে দেওয়া হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানা পুলিশ ভোররাতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মেলার প্রাঙ্গণে একটি ফার্নিচারের দোকানের পেছনে বসানো জুয়ার আসর থেকে হাতেনাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শায়েস্তাগঞ্জের আলাপুর গ্রামের মজিদ মিয়ার পুত্র মো. সাকিল মিয়া (২০), চুনারুঘাটের নোলা চা-বাগান গ্রামের মৃত দীনেশ ধরের ছেলে লক্ষীনধর (৩০), হবিগঞ্জ সদরের রামপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. মোবাশ্বির (২৫), বাহুবলের পশ্চিম আব্দাকামাল গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩০), চুনারুঘাটের খাগাউশ পাচগাঁও গ্রামের আশিক মিয়ার ছেলে মো. হাবিজুর রহমান (১৮), বাহুবলের লামাতাসি গ্রামের ছায়েদ মিয়ার ছেলে মো. মিলন আহমেদ কাউসার (২২), বাহুবল হরিপাশা গ্রামের মৃত আমির আলীর ছেলে মো. সুরতব আলী (৬০) এবং বাহুবল লাকড়ীপাড়া গ্রামের মৃত মতলিব মিয়ার ছেলে আ. রহমান (৩৫)।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর চন্দ্রছড়ি মাজারের ওরসে প্রকাশ্যে মাদক সেবন, জুয়া ও বাউল গানের আড়ালে অশ্লীল নাচ-গানের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান জোরদার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে কোনো ধরনের অবৈধ ও অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না। তিনি আরও জানান, সারারাত পুলিশি টহলের অংশ হিসেবে ভোররাতে সিভিল পোশাকে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জনকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।