বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে বাহুবল উপজেলার ৩ নম্বর সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়ে বক্তারপুর গ্রামের গফুর আলীর পুত্র আমজাদ গ্রুপ এবং আইয়ুব আলীর পুত্র মুক্তার মিয়া গ্রুপ।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় এক ঘণ্টা ধরে চলে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ সময় মুক্তার মিয়া গ্রুপের লোকজন আমজাদ গ্রুপের একটি বাড়িতে ভাঙচুর চালায় এবং পরে তাতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইকতার জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।