বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগে রাতের আঁধারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মাটি বহনকারী ট্রাক্টর জব্দ করা হয়।

কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দে নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।

বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টা থেকে ২টা পর্যন্ত উপজেলার লামাতাসী ইউনিয়ন ও পুটিজুরী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে উপজেলার অমৃতা গ্রামের আখলাস মিয়ার ছেলে সোহেল মিয়াকে (৩৫) হাতেনাতে আটক করে তাৎক্ষণিক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় মাটি বহনকারী ট্রাক্টর জব্দ করে বাহুবল মডেল থানায় নিয়ে আসা হয়। অভিযানে সহযোগিতা করে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে টপ সয়েল কাটা পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com