রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন

গোলাপগঞ্জে ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জের শীলঘাটে বিয়ামারা নদীর ওপর ব্রিজ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শীলঘাট গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিয়ামারা খালের উপর নির্মিত বাঁশের সাঁকোর উপর অনুষ্ঠিত মানববন্ধনে সাবেক মেম্বার নওয়াব সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ।

ছাত্রলীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আমুড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল গফফার কুটি, ইউপি সদস্য, যুবলীগ নেতা তারেক আহমদ, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাতাব উদ্দিন।

এছাড়াও প্রবিণ মুরব্বি নওয়া আলী, আনোয়ার আলী, আছাব উদ্দিন, আব্দুর রউফ, আলা উদ্দিন, মঈন উদ্দিন, নূরুদ্দিন,আব্দুর রহিম, আব্দুল মালিক, মলিক মিয়া, আলিফ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা জাকির আহমদ, দিলশু আহমদ, উসমান আহমদ, সাদ্দাম আহমদ, জসিম আহমদ, আব্দুল মজিদ, সাকের আহমদ, রনি আহমদ, মুন্না আহমদ, হাফিজ নাহিদ, ইসমাইল আহমদ, আব্দুল আহাদ, রিপন আহমদ, মাহিন আহমদ, আব্দুল বাছিত, হুসেন আহমদ, জাবের আহমদ,আব্দুছ সামাদ, জাকির আহমদ, আবু ছাঈদ, সুয়েদ আহমদ সহ শীলঘাট এলাকার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ দিন থেকে বিয়ামারা খালের উপর বাঁশের সাঁকো দিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ হাজার মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। একটি খালের উপর একটি ব্রীজ তৈরী হলে কয়েক হাজার মানুষের জীবনমান বদলে যাবে। বক্তারা জনস্বার্থে এই খালের উপর ব্রীজ নির্মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com