শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুরে ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে হেরে আত্মহত্যা করেছে ৫ম শ্রেনীর এক ছাত্রী । গত সোমবার রাতে এই ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম প্রমি আক্তার। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের মোশাহিদ শাহের মেয়ে। প্রমি বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সালের ক্লাস ক্যাপ্টেন নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫ম শ্রেনী থেকে ক্লাস তিনজন প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে পরাজিত হয় প্রমি আক্তার।
ফলাফল শেষে প্রমি আক্তার বাড়ি চলে আসে এবং নিজ ঘরের দরজা বন্ধ করে খুব কান্নাকাটি করে। এক পর্যায়ে সন্ধ্যায় তার মা তাকে ডাকতে গিয়ে দেখে সে ঘরের মধ্যে গলায় উড়না পেছিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরিবার ও স্কুলে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।
বাদাঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাটি সত্যিই অবিশ্বাস্য। ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে বিজয়ী না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেয়ার বিষয়টি দুঃখজনক।
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আমির হোসেন জানান, বাদাঘাট স্কুলে ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে হেরে অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।