শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলের বিশিষ্ট সাংবাদিক মাওলানা নূরুল আমিন-এর মাতৃ বিয়োগ বাহুবলে মরহুম মকসুদ আহমেদ লেবু’র স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কবরস্থান নিয়ে বিরোধ; হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত মিরপুর দি হোপ স্কুলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক সেমিনার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ড. ইউনূস ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার জমি নিয়ে বিরোধ; দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত দোকান বাকীর টাকা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষ : বৃদ্ধ নিহত হবিগঞ্জে হত্যা মামলা, আ.লীগ সভাপতিসহ ২শ জন আসামি গ্র্যান্ড সুলতান রিসোর্টে শামীম ওসমান লুকিয়ে থাকার গুঞ্জন, তাল্লাশি শেষে যা বলছে পুলিশ

সুনামগঞ্জে আ.লীগ ৫, বিদ্রোহী ৩, স্বতন্ত্র ১

নিজস্ব প্রতিবেদক : পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে সুনামগঞ্জে ৯ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯ উপজেলায় আ.লীগ, বিদ্রোহী ও স্বতন্ত্রের ব্যানারে বিএনপি প্রার্থীসহ ২৮ জন চেয়ারম্যান প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৫টি উপজেলায় আ.লীগ, ৩টি উপজেলায় আ.লীগ বিদ্রোহী ও ১টি উপজেলায় স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।

সুনামগঞ্জ সদর উপজেলা: চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল হুদা চপল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিষ কান্তি দে মিন্টু (ঘোড়া প্রতীক)।

বিশ্বম্ভরপুর উপজেলা: চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ২৩ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সফর আলী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশীদ।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা: চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) ফারুক আহমদ। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম ছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বি।

তাহিরপুর উপজেলা: চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী করুনা সিন্ধু বাবুল জয়ী হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্র প্রার্থী আনিসুল হক।

ছাতক উপজেলা: চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মো. ফজলুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্র প্রার্থী অলিউর রহমান চৌধুরী বকুল।

দোয়ারাবাজার উপজেলা: চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ডা. মো. আব্দুর রহিম। আ.লীগ বিদ্রোহী প্রার্থী দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু ছিলেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি।

দিরাই উপজেলা: চেয়ারম্যান পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুরুল আলম চৌধুরী। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রদীপ রায়।

শাল্লা উপজেলা: চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট অবনী মোহন দাস পেয়েছেন।

ধর্মপাশা উপজেলা: চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হোসেন রোখন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম আহমদ মুরাদ।

এছাড়া সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় এ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com