বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন, ১০ গাড়ি ভস্মীভূত একাদশে ভর্তি : প্রথম ধাপের ফলে কলেজবঞ্চিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী চুনারুঘাট সীমান্তে আটক ৩ বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ চুনারুঘাটে পৃথক অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ চারজন আটক ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান সামরিক বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার: সেনাপ্রধানের সতর্কবার্তা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল নেতা হামিমের বিরুদ্ধে চলতি সপ্তাহেই ভোটের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে ইসি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত চুনারুঘাট থানার ওসি নুর আলম চুনারুঘাটে গৃহবধূ হত্যার অভিযোগ স্বামী পলাতক, দুই নারী আটক

বাহুবলে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে কৃষক আব্দুল লতিব (৫০) হত্যা মামলায় মানিক মিয়া (৫২) নামের একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়েরা জজ এসএম নাসিম রেজা এ দন্ডাদেশ প্রদান করেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত মানিক মিয়া বাহুবল উপজেলার মিঠাপুকুর গ্রামের আফতাব উদ্দিনের পূত্র।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১লা সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বাহুবল উপজেলার মিঠাপুকুর গ্রামের মৃত আজিদ মিয়া পুত্র আব্দুল লতিব ধান কাটার জন্য জমিতে যাচ্ছিলেন। এ সময় আসামী মানিক মিয়া, মুখলেছ মিয়াসহ একদল লোক পূর্ব বিরোধ জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালায়। এ সময় সে গুরুত্বর আহত হয়।
আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর তিনি মারা যায়।

এ ঘটনায় নিহত আব্দুল লতিবের পূত্র আব্দুল মন্নান মানিক মিয়াসহ ১২ জনের নামের বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তৎকালিন বাহুবল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ নাছির উদ্দিনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। তিনি মামলাটি তদন্ত করে একই বছরের ১৯ ডিসেম্বর ১২ জনকেই আসামী করেই প্রতিবেদক দাখিল করেন। আদালত ২০ জন আসামীর মধ্যে ১৬ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে বৃহস্পতিবার এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুল আহাদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com