বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ-শেরপুর সড়কের বাজখাশারা গেইট নামক স্থানে যাত্রীবাহী বাস অভারটেক করার সময় একটি সিএনজি অটোরিক্শাকে ধাক্কা দেয়। এসময় সিএনজির যাত্রী ২য় শ্রেণীর পড়ুয়া তন্ময় বৈষ্য (১০) নামের এক শিশু নিহত হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি কে আটক করে থানায় নিয়ে আসে। বাস চালক ও হেলপার বাসটি রেখে পালিয়ে যায়।
জানা যায়, শনিবার সকালে নবীগঞ্জ থেকে সেরপুর যাওয়ার পথে ও যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা আউশকান্দি যাওয়ার সময় বাসটি অভারটেক করার সময় সিএনজিকে ধাক্কা দেয়। সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে সিএনজির যাত্রী সোনার বাংলা মডেল স্কুলের ২য় শ্রেণীর ছাত্র বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের সুমিত বৈষ্যও পুত্র তন্ময় বৈষ্য (১০) দুর্ঘটনায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সুমিত বৈষ্য বাংলবাজার মাষ্টার ব্রিক ফিল্ডে ম্যানাজার হিসাবে কর্মরত। সে বাংলাবাজার বাসা বাড়া নিয়ে বসবাস করতো।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন দুর্ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় কবলিত বাস ও সিএনজি অটোরিক্সা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।