বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বন্দরবাজারে শাহীনুর পাশার হোটেলে বসছে অবৈধ লিফট!

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর বন্দরবাজারে অবস্থান ‘ওরিয়েন্টাল’ নামক ভবনটি। এর উপরের দিকে রয়েছে ‘হোটেল ওরিয়েন্টাল’, নিচে ‘ওরিয়েন্টাল শপিং সেন্টার’। ভবনটির মালিকানায় রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ শাহীনুর পাশা চৌধুরী। এই মার্কেট ও হোটেল ভবনে অবৈধভাবে লিফট বসানোর কাজ চলছে। তবে কাজ শেষ করার আগেই তাতে বাগড়া দিয়েছে সিসিক। পাঠানো হয়েছে কাজ বন্ধ করার নোটিশ।

জানা গেছে, গত কয়েকদিন ধরে ওরিয়েন্টাল হোটেল ও শপিং সেন্টারের ঠিক সামনে লিফট বসানোর কাজ শুরু হয়। সড়কের সাথে লাগোয়া এই ভবনটির সামনে লিফট বসানোর বিষয়টি নজরে আসে সিলেট সিটি করপোরেশনের (সিসিক)। তারা খোঁজ নিয়ে দেখে, ভবনটি যখন নির্মাণ করা হয় তখন নির্মাণকাজের যে পরিকল্পনা অনুমোদন পেয়েছিল, তাতে লিফট বসানোর কোনো তথ্যই নেয়। ফলে অবৈধভাবে লিফট বসানোর কাজটি বন্ধ করতে ওরিয়েন্টাল কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে সিসিক।

তবে শনিবার সরেজমিনে গিয়ে লিফট বসানোর কাজ চলতে দেখা গেছে।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ‘ওরিয়েন্টাল ভবনটির কর্তৃপক্ষ অবৈধভাবে লিফট বসাচ্ছিল। তাদের অনুমোদিত বিল্ডিং প্ল্যানে লিফটের বিষয়টি ছিল না। সিসিক লিফট বসানোর কাজ বন্ধ করতে তাদেরকে নোটিশ দিয়েছে। তারা বলেছে, লিফট লাগাতে জন্য যেসব খুঁটি বসানো হয়েছে, তা রবিবারের মধ্যে খুলে ফেলবে।’

এ প্রসঙ্গে জমিয়ত নেতা শাহীনুর পাশা চৌধুরী বলেন, ‘অনুমোদিত বিল্ডিং প্ল্যানে লিফট ছিল কিনা, তা পুরো বলতে পারছি না। প্রশাসনিক যারা আছে, তারা বলতে পারবে। তবে সম্ভবত ছিল।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com