শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা টেলিসামাদ আর নেই। স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ দুপুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী রেখা সামাদ। তিনি মুঠোফোনে বলেন, গত পরশু দিন শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ দুপুর ২টায় ডাক্তার ফোন করে জানালেন তিনি আর নেই। কয়েকদিন আগেও কথা বলার সময় টেলিসামাদ বলেছিলেন, আমি ভালো নেই। কেউ আমার খবর নেয়ার প্রয়োজন মনে করে না। ঘরে বসেই সময় কাটছে আমার।
ঢাকাই চলচ্চিত্র, টিভি নাটক এবং মঞ্চের শক্তিমান অভিনেতা টেলিসামাদ ১৯৪৫ সালের ৮ই জানুয়ারি ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। কাজী হায়াত পরিচালিত ‘মনা পাগলা’ ছবির সংগীত পরিচালনা করেছেন তিনি। সত্তরের দশক থেকে তাকে পর্দায় দেখেছেন দর্শক। তার অভিনয় দর্শকের মনে দারুণভাবে গেঁথে আছে। নজরুল ইসলামের পরিচালনায় ১৯৭৩ সালের দিকে ‘কার বৌ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে এই অঙ্গনে পথচলা শুরু তার। তবে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করে তার অভিনীত ‘পায়ে চলার পথ’ ছবিটি। এরপর অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের বাইরে ৫০টির বেশি ছবিতে তিনি গান করেছেন। অভিনয়ের বাইরে লেখালেখি, গান ও ছবি আঁকার প্রতিও প্রবল ঝোঁক ছিল তার।