শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

হবিগঞ্জে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

হবিগঞ্জ সংবাদদাতা : উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন এ স্লোগান নিয়ে হবিগঞ্জে আয়কর মেলা শুরু হয়েছে। সিলেট কর অঞ্চলের উদ্যোগে হবিগঞ্জ জেলা সদর এর জেলা পরিষদ অডিটরিয়ামে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় দিকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

কর অঞ্চল সিলেটের যুগ্ম-কর কমিশনার সাহেদ আহমেদ চৌধুরী সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক, সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, ট্যাকসেস্ বার এসোসিয়েশন এর সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নিরু প্রমুখ।

কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, সরকার করদাতা বাড়ানোর জন্য মেলার আয়োজনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। আয়কর বিভাগকে শক্তিশালী করায় দেশের অভ্যন্তরীণ আয় বাড়ছে। তবে, আয়কর যথাযথভাবে না দিলে দেশের উন্নয়ন সম্ভব নয়, জিডিপিও বৃদ্ধি পাবে না। তাই তিনি সকলের প্রতি কর দেওয়ার জন্য অনুরুধ জানান।

মেলায় ১২টি স্টল রয়েছে। এছাড়া মেলায় ইটিআইএন খোলা ও রিটার্ন জমা নেয়াসহ রাজস্ব সংক্রান্ত অফিস ও ব্যাংকের স্টল রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com