মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

‘আইসিইউতে কথা বলেছেন শেখ সেলিমের জামাতা, তবে শঙ্কামুক্ত নন’

আন্র্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আওয়ামী লীগের  প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স কথা বলেছেন। তবে তার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন ৭২ ঘন্টার আগে কিছু বলা যাবে না। আজ দুপুরে বনানীর চেয়ারম্যান বাড়ির মাঠে নিহত জায়ানের জানাজার স্থান পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছেন শেখ সেলিম।

তিনি  বলেন,  শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় তার নাতি জায়ান নিহত হয়েছেন। এছাড়া তার জামাতা প্রিন্সের দুই পায়ে মারাত্বক জখম হয়েছে। শরীর থেকে তিন লিটার রক্ত বের হয়ে গেছে। লিভারে স্প্লিনটার ঢুকেছে।

স্টমাকও ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল তার শরীরে একটা অস্ত্রপাচার করা হয়েছে।

আজ সকালে প্রিন্স স্বজন ও  শ্রীলঙ্কায় বাংলাদেশি অ্যাম্বাসেডরের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, প্রিন্সের অবস্থা এখনও ভালো না। তাকে সেখান থেকে সরানোর মত পরিস্থিতিও নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com