শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

অপারেশন ডেভিল হান্ট পেজ ২ : সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট– পেজ ২’-এর আওতায় সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম (৪৯) এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন মিয়া (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাহুবল মডেল থানার পুলিশ পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ফেরদৌস আলম বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের হাফেজ আজিজুর রহমানের ছেলে। অপরদিকে, লিটন মিয়া বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি পুকুরপাড় গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানা পুলিশ মাদক, সন্ত্রাস, জুয়া, চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি ‘অপারেশন ডেভিল হান্ট– পর্ব ২’ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও আরও উন্নত রাখার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্র্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, বাহুবলে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com