মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে বজ্রপাতে শিশু নিহত

রায়হান উদ্দিন সুমন,বানিয়াচং (হবিগঞ্জ) থেকে : বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে সালমা (৭) নামের এক শিশু বজ্রপাতে নিহত হয়েছে। সে ওই গ্রামের মনফর উল্লাহর মেয়ে। রোববার (২৮এপ্রিল) বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সুত্রে জানা যায়,সালমা তাদের বাড়ির সামনে পরিবারের অন্যদের সাথে ধানের খলায় খেলা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়ে মাঠিতে লুটিয়ে পড়ে। এমতাবস্থায় আশেপাশের মানুষ দৌড়ে এগিয়ে এসে উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাবার পর দায়িত্বরত চিকিৎসক দেবাশীষ দাশ সালমাকে মৃত বলে ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com