শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
তরফ স্পোর্টস ডেস্ক : ব্রিস্টল বেশ ভালো লেগে গিয়েছিল বাংলাদেশ দলের। সাজানো গোছানো, সুন্দর ও প্রাণবন্ত শহর। কিন্তু সেই ভালো লাগা পরে ভেসে যায় বৃষ্টিতে। না খেলেই পয়েন্ট ভাগাভাগির হতাশা পেছনে ফেলতে নতুন আশা নিয়ে দল পা রেখেছে পরের ম্যাচের শহর টনটনে।
বুধবার যখন টনটনে এলো দল, তখন শহরে চলছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের লড়াই। স্থানীয় সময় বিকেল ৪টায় টিম হোটেলে এসেছে দল। হোটেল কক্ষে লাগেজ রেখেই বাইরে বেরিয়ে এলেন মাশরাফি বিন মুর্তজা। পরিচিত বাংলাদেশি সংবাদকর্মীদের দেখে এগিয়ে এলেন বাংলাদেশ অধিনায়ক, “মোহাম্মদ আমির নাকি দারুণ বোলিং করেছে!”
অস্ট্রেলিয়ার বিপক্ষে তখন বেশ সুবিধাজনক অবস্থায় পাকিস্তান। ৩০৮ রান তাড়ায় ২ উইকেট হারিয়ে তারা করে পেরিয়ে গেছে ১৩০। ফোনে স্কোর দেখে বাংলাদেশ অধিনায়ক বললেন, “দেখলেন তো, এই বিশ্বকাপে আগে থেকে কিছু বলা কঠিন। যে কোনো কিছুই হতে পারে…।”
অস্ট্রেলিয়াকে বিপাকে ফেলার আগে ইংল্যান্ডকেও হারিয়েছে পাকিস্তান। ফেবারিটদের বিপক্ষে পিছিয়ে থাকা দলের এই পারফরম্যান্স থেকে আশার সুর মাশরাফির কথায়, “হারানো পয়েন্টের জন্য হাহুতাশ করলে তো পয়েন্ট ফেরত আসবে না। যা করার, সামনের সুযোগেই করতে হবে।”
আপাতত বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজ। যাদের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবেন মাশরাফিরা। গত বছর ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ, পরে সিরিজ জিতেছিল নিজেদের মাটিতেও। বিশ্বকাপের আগেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে তিনবারের দেখায় প্রতিবারই ক্যারিয়ানদের হারিয়েছে বাংলাদেশ।
তবে বিশ্বকাপের লড়াই ভিন্ন। বিশ্ব মঞ্চে প্রত্যাশার চাপ আছে। ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণ দুর্দান্ত পারফর্ম করছে এখনও পর্যন্ত। সব মিলিয়ে লড়াইয়ের আগে বাংলাদেশ এগিয়ে থাকলেও কাজটা সহজ হবে না।
এখনই অবশ্য ক্যারিবিয়ানদের হারানোর রণকৌশলে ডুবে যেতে চাইছে না দল। বিশ্বকাপের প্রথম ১০ দিনের মধ্যেই চারটি ম্যাচ ছিল দলের। এখন যেহেতু কয়েকদিনের বিরতি, ক্রিকেটারদের ফুরফুরে ও চাঙা করতে দুই দিনের ছুটি দেওয়া হয়েছে। দলের বেশ কয়েকজন ব্রিস্টল থেকে টনটনে না এসে নিজের মতো করে সময় কাটাতে গেছেন লন্ডনে। টনটনে যারা এসেছেন, সবাই থাকবেন বিশ্রামে।
শুক্রবার থেকে আবার শুরু হবে অনুশীলন। শুরু হবে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর প্রস্তুতিও। বিশ্বকাপ অভিযানে শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে বাংলাদেশের জয় প্রয়োজন খুব করেই। আপাতত অপেক্ষা সেই চ্যালেঞ্জ জয়ের।