চেস্টার-লি-স্ট্রিটের দা রিভারসাইড ডারহামে শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে ২০৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
ম্যাচের প্রথম বলেই শ্রীলঙ্কা হারায় অধিনায়ক দিমুথ করুনারত্নেকে। সাবেক চ্যাম্পিয়নদের প্রথম নয় ব্যাটসম্যানের বাকি আট জন পৌঁছান দুই অঙ্কে। কেউই টানতে পারেননি দলকে। সর্বোচ্চ ৩০ রান করে আসে কুসল পেরেরা ও আভিশকা ফার্নান্দোর ব্যাট থেকে।
দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াস ৩ উইকেট নেন ২৫ রানে। ক্রিস মরিস ৪৬ রানে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৪৯.৩ ওভারে ২০৩ (করুনারত্নে ০, কুসল পেরেরা ৩০, ফার্নান্দো ৩০, কুসল মেন্ডিস ২৩, ম্যাথিউস ১১, ডি সিলভা ২৪, জিবন মেন্ডিস ১৮, থিসারা ২১, উদানা ১৭, লাকমল ৫*, মালিঙ্গা ৪; রাবাদা ১০-২-৩৬-২, মরিস ৯.৩-০-৪৬-৩, প্রিটোরিয়াস ১০-২-২৫-৩, ফেলুকোয়ায়ো ৮-০-৩৮-১, তাহির ১০-০-৩৬-০, দুমিনি ২-০-১৫-১)