শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

আফগানদের বিপক্ষে টস হেরে বোলিংয়ে পাকিস্তান

তরফ স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ৩৬তম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে পাকিস্তান। যেখানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক গুলবাদিন নাঈব।

নিবার (২৮ জুন) হেডেংলিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।

টানা কয়েকটি হারের পর এবং বিশেষ করে ভারতের সাথে পরাজয়ের পর মানসিকভাবে বেশ দুর্বল হয়ে পড়ে পাকিস্তান। তবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তাদের একটু হলেও শান্তি দিয়েছে। সামনে এগোনোর প্রত্যাশা জাগিয়েছে। সেই প্রত্যাশা নিয়ে আবারও লড়াইয়ে নামতে চায় সরফরাজ বাহিনী। জায়গা করে নিতে চায় শেষ চারে।

অন্যদিকে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি আফগানিস্তান। ফলে প্রথম জয়ের সন্ধানে থাকা আফগানদের পরের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচে আফগানদের লক্ষ্য থাকবে ম্যাচ জেতার। কেননা বিশ্বকাপের আসরে অন্তত একটি ম্যাচে হলেও জয়ের মুখ দেখতে চায় তারা।

আফগানিস্তান একাদশ: গুলবাদিন নাঈব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতাউল্লাহ শহিদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শিনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলী খিল (উইকেটরক্ষক), রশিদ খান, হামিদ হাসান, মুজিব উর রহমান।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হরিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক-উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শাহীন আফ্রিদি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com