রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৮৪৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৮১৩ জন। মোট শনাক্ত ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ৮৮৩ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭০ হাজার ৪০৫ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১৯৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৩৭টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ৬০৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৪ লাখ ১৮ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।