রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন
মোঃ মাজেদ আলী, পত্নীতলা (নওগাঁ): পত্নীতলায় উপজেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪০জন সুফলভোগীর মাঝে উন্নত জাতের ক্রসবীড বকনা গরু বিতরন করা হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদর শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পাবলিক মাঠ) মাঠে জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রানালয় স্থায়ী কামিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার বাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফলভোগীদের মাঝে উন্নত জাতের ক্রসবীড বকনা গরু বিতরন করেন।
নওগাঁ জেলা প্রাণীসম্পদ অফিসার কৃষিবিদ মহির উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক ডাঃ সাহাদত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, আদিবাসী নেতা সুধীর তির্কী।
এসময় আরো উপস্থিত ছিলেন, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, পত্নীতলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, ভেটেনারী সার্জন ডাঃ রাফি ফয়সাল তালুকদার সহ অন্যান্য কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সূধীজন প্রমূখ।
জাতির জনকের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পত্নীতলা উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সুফলভোগী ১৪০জনের মাঝে এসব উন্নতজাতের ১টি করে বোকনা গরু দেওয়া হয়।