শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,যারা বোরখা পরে নুসরাতের শরীরে আগুন লাগিয়ে হত্যা করেছে,তারা কেউ ছাড় পাবে না। তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। আজ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,আগুনে পুড়িয়ে ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাতকে হত্যার নিন্দা জানানোর ভাষা নেই। আমরা মেয়েটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু দুঃখজনক মেয়েটি আমাদের ছেড়ে চলে গেল। তাকে হত্যা করা হয়েছে বোরখা পরে হাত মুখ ঢেকে। ওকে আগুন দেয়া হয়েছে।
এরা কেউই ছাড়া পাবে না । বৈঠকে উপদেষ্টা পরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত আছেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, এইচ টি ইমাম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সৈয়দ রেজাউর রহমান, ইঞ্জিনিযার খন্দকার মোশাররফ হোসেন, প্রফেসর আব্দুল খালেদ,প্রফেসর হামিদা বানু, মুকুল বোস, অ্যাম্বাসেডর জমির,মশিউর রহমান,মহীউদ্দিন খান আলমগীরসহ অন্যরা।