সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল সানশাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত বাহুবল নিউ ভিশন কেজি এন্ড মডেল হাই স্কুলে চাকুরির বিজ্ঞপ্তি পাগলা কুকুরের তান্ডব, শিশু কিশোর যুবক যুবতিসহ আহত ২০ কুয়েত, বাহরাইন, আমিরাতের আকাশপথ আবার সচল যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরায়েলে ইরানের ‘ক্ষেপণাস্ত্র বৃষ্টি’, নিহত ৩ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ চার দেশের বাহুবলে প্রান্তিক জনগোষ্ঠী মাঝে ফ্রী চিকিৎসা সেবা দিলেন ডাঃ শারমিন আক্তার বাহুবলে অপহরণ করে কিশোরীকে রাতভর ধর্ষণ : শালা-দুলাভাই গ্রেফতার গভীর রাতে টিলাধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু শেখ হাসিনার বিচার ট্রাইবুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে রবিবার

বানিয়াচংয়ে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি মজিদ খান

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে : সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) নির্বাচনী আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট আব্দুল মজিদ খান নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন। মঙ্গলবার (১লা জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বানিয়াচং নতুন বাজারে নির্বাচিত এমপি আব্দুল মজিদ খান পৌছালে সেখানে দলীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন তিনি। এসময় এমপি মজিদ খান বলেন-আামকে ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন-গত ১০টি বছর আপনাদের পাশে যেভাবে ছিলাম আগামীতেও যেন সুখে-দু:খে পাশে থাকতে পারি সেই দোয়া করবেন। এমপি মজিদ খান দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন-নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম বলেই এ বিজয় অর্জন করা সম্ভব হয়েছে। আমাদের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরণের বিভেদ নেই। দলের স্বার্থে,দেশের স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে আমরা এই ইস্পাত কঠিন ঐক্য বজায় রেখে আগামীদিনে এগিয়ে যেতে হবে। পাশাপাশি দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে বানিয়াচং আজমিরীগঞ্জ এই দুটি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে রুপান্তরিত করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করেন এমপি মজিদ খান।  পথসভায় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান। এর আগে এমপি মজিদ খান স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বানিয়াচং নতুন বাজার সর্বস্তরের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বানিয়াচং সদরের বড়বাজার,আদর্শ বাজার ও ৫/৬নং বাজারে ভোটাদের সাথে শুভেচ্ছা করেন তিনি। শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও

যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবকলীগ,তাঁতীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বানিয়াচং বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় বই উৎসব ২০১৯ এর শুভ উদ্বোধন করেন আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

উল্লেখ্য, যে এমপি আব্দুল মজিদ খান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ১৭ হাজার ৯শ ৩৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৪শ ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ৭শ ২৪ ভোট। এডভোকেট আব্দুল মজিদ খান এমপি বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জেলা রিটানির্ং অফিসার তাকে বেসরকারিভাবে বিজয়ী বলে ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com