শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক কিশোর ফুটবল আসরে সুযোগ পেয়েছে হবিগঞ্জের নাহিদ বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় আরও ১ জন আটক বাহুবলে পাসের হার ৬১.৭০, সেরা আবারও ‘সানশাইন’ এসএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা জনি হত্যা মামলার আসামি রিমান্ডে, উত্তেজিত জনতার বিরুদ্ধে পুলিশের মামলা বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় মামলা, দুই আসামি কারাগারে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ ইসলাম অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন আবারও ব্যর্থতার গল্প লিখে শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো বাংলাদেশ দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না: নাহিদ

যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরায়েলে ইরানের ‘ক্ষেপণাস্ত্র বৃষ্টি’, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা এলেও থামছে না হামলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে এখন পর্যন্ত তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মঙ্গলবার (২৪ জুন) সকালে ইরান থেকে দুই দফায় মোট ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম দফায় দুটি এবং দ্বিতীয় দফায় চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। দ্বিতীয় দফার হামলায় একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের বিয়ারশেবা শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে, এতে ভবনটি ধসে পড়ে।

চিকিৎসক সূত্রে জানা গেছে, ওই হামলায় তিনজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে এবং জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি সেবাগুলো সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।

এদিকে, হোয়াইট হাউসের এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান ও ইসরায়েল আগামী ছয় ঘণ্টার মধ্যে শুরু করে পরবর্তী ১২ ঘণ্টা একটি পূর্ণ যুদ্ধবিরতি মানতে সম্মত হয়েছে। ট্রাম্প বলেন, “এই যুদ্ধবিরতি সংঘাতের অবসানের পথ খুলে দিতে পারে। আমি ইসরায়েল, ইরান, পুরো মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্য শান্তি কামনা করি।”

তবে তেহরান থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ইরান জানায়, তারা এমন কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি এবং ইসরায়েলের সামরিক আগ্রাসন চলতে থাকলে তারা আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করবে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির ঘোষণা বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বরং পাল্টাপাল্টি হামলার মধ্যেই শান্তির সম্ভাবনা আরও দূরে সরে যেতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com