রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
নূরুল ইসলাম মনি, বাহুবল : বাহুবলের মিরপুরস্থ সানশাইন মডেল হাই স্কুল এণ্ড কলেজে ‘সানশাইন ট্যালেন্ট হান্ট’ নামক একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। টানা ৫ম বারের মতো রবিবার (৬ জুলাই) দিনব্যাপী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
এতে স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির বাচাইকৃত ৬০ শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত ৫টি গ্র“প অংশগ্রহণ করে। গ্রুপগুলো হলো- ‘কোপার্নিকাস’, ‘শেখ সাদি’, ‘ম্যাক্সওয়েল’, ‘ইমাম গাজ্জালি (রঃ)’ ও ‘জাবির ইবনে আল হাইয়ান’। নানা পর্ব পেরিয়ে এবারের প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয় সুষ্মিতা রানী দেব এর নেতৃত্বাধিন ‘কোপার্নিকাস’ গ্র“প। রানারআপ হয় শাহরিয়ার মাহমুদ সালমান-এর নেতৃত্বাধিন ‘শেখ সাদি’ গ্র“প।
চ্যাম্পিয়ন গ্রুপের অন্যান্য সদস্যরা হলো- তাসমিয়াহ্ জান্নাত সারা, মাহিশা হাসান মাধুর্য, ফৌজিয়া আহমেদ ইফতি, খাদিজা ইসলাম মুন, নাবিলা জাহান চৌধুরী, রেদোয়ান করিম জিসান, আব্দুল হাদি রেদোয়ান, সানজানা রহমান ইলমা, মিনহাজ মিয়া, নুরুল হুদা চৌধুরী আয়ান ও তাসকিয়া আক্তার।
রানারআপ গ্রুপের অন্যান্য সদস্যরা হলো- নাহিদ আহমেদ, তাসমিউল হাসান ইফাজ, রুদ্র আচার্য, রুদ্র দেব, বখতিয়ারুল হক নাহি, সৈয়দ শাখাওয়াত হোসেন, সৈয়দা ইকরা, ইফতেখারুল ইসলাম ও মেহেরাব হোসেন মাহি। খুরশেদা হেকিম শিক্ষা ট্রাস্ট আয়োজিত এ প্রতিযোগিতাটি টানা ৫ম বারের মতো অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার একটি পর্ব লিখিত ছাড়া অন্যান্য পর্বগুলো মাল্টিমিডিয়ায় স্লাইড প্রদর্শনের মাধ্যমে সম্পন্ন করা হয়। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন গ্র“পকে নগদ ১০ হাজার টাকা এবং রানারআপ গ্র“প নগদ ৮ হাজার টাকা প্রদান করা হয়। প্রতিযোগিতাটির গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন সানশাইন মডেল হাই স্কুল এণ্ড কলেজের সাবেক শিক্ষক ও হবিগঞ্জ বি.কে.জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতাউর রহমান উজ্জ্বল। তাকে সহায়তা করেন সানশাইন মডেল হাই স্কুলের সাবেক শিক্ষক কামাল আহমেদ, শিক্ষক কামরুজ্জামান ফয়সল ও মুজিবুর রহমান মুজিব প্রমুখ।
প্রতিযোগিতা শেষে রবিবার বিকালে স্কুল মিলনায়তনে সানশাইন মডেল হাই স্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম. শামসুদ্দিন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পৃষ্ঠপোষক উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুল। বিশেষ অতিথি ছিলেন বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল আলম, বাহুবল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, বাহুবল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন চৌধুরী।