মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
মনিরুল ইসলাম শামিম : বাহুবলে পাগলা কুকুরের ঘন্টাকাল ব্যাপী তান্ডবে শিশু, কিশোর, যুবক, যুবতি ও বৃদ্ধাসহ অন্ততঃ ২০ জন আহত হয়েছেন। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। বুধবার (০২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা সদরের বিভিন্ন আবাসিক এলাকায় পাগলা কুকুরটি আক্রমনাত্মক হয়ে নির্বিচারে কামড় ও আঁচড় দিতে থাকলে এ অবস্থা সৃষ্টি হয়। মুখেমুখে খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় স্কুল পড়ুয়া শিশু-কিশোরদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে খোজ-খবর নিতে শুরু করেন। পরে আতঙ্কিত লোকজন উপজেলা সদরের ইসলামাবাদ আবাসিক এলাকায় পিঠিয়ে পাগলা কুকুরটিকে মেরে জনমনে স্বস্তি ফিরিয়ে আনে।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী, পাগলা কুকুরের কামড়ে গুরুতর আহত বাদে অলুয়া গ্রামের তানিয়া (৬), অলিপুর গ্রামের রফিক মিয়া (১০), দক্ষিণ বাহুবলের বোরহান (৬), সুলতানা (২৫), মানসিক প্রতিবন্ধী মহিলা (৬০), ইসলামাবাদ আবাসিক এলাকার তানিয়া (১৩), সলিমা (১৫), গাজীপুরের মোহাম্মদ আলী (২০), দয়ালপুরের হেপি আক্তার (২৫), ইসলামাবাদের সামি (৯), ভেড়াখালের রাফি (৭), ইসলামাবাদের মাছকুরা জান্নাত (৭), একই এলাকার কামরুল হাসান (১০), হবিগঞ্জ সদরের শিপুল দাশ, গুচ্ছগ্রামের প্রতিমা রানী দাশ ও হরিতলার মারিয়া আক্তার (৮)।