সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড বাহুবলে প্রকাশ্যে অবৈধ করাতকল, বন উজাড়ে নীরব প্রশাসন বাহুবলে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পাঠদান অনুমতির সনদ পেলো করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ধর্মঘট প্রত্যাহার হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ বাহুবলে ক্যান্সারে মৃত বিএনপি নেতার পরিবারকে টমটম সহায়তা

সিলেটে র‌্যাব-৯ এর নতুন অধিনায়ক আসাদুজ্জামান

তরফ নিউজ ডেস্ক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন উইং কমান্ডার মো. অসাদুজ্জামান ।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেটে র‌্যাব-৯ যোগদান করেন তিনি। এর আগে তিনি বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে কর্মরত ছিলেন।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান    স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানারো হয়।

উইং কমান্ডার মো. অসাদুজ্জামান এ বছর ৩ ফেব্রুয়ারি  র‌্যাব সদর দপ্তরে যোগদান করেন। পরবর্তীতে তাকে র‌্যাব-৯, সিলেট এর অধিনায়ক হিসেবে বদলী করা হয়।

নতুন অধিনায়ক মো. আসাদুজ্জামান যেন সততা ও ন্যায় নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করতে পারে এই বিষয়ে সিলেট বাসীর কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।

উল্লেখ্য , গত ২৮ জানুয়ারি র‌্যাব-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার অজাদ আহমেদ বিজিবিতে বদলী হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com