মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন উইং কমান্ডার মো. অসাদুজ্জামান ।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সিলেটে র্যাব-৯ যোগদান করেন তিনি। এর আগে তিনি বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে কর্মরত ছিলেন।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানারো হয়।
উইং কমান্ডার মো. অসাদুজ্জামান এ বছর ৩ ফেব্রুয়ারি র্যাব সদর দপ্তরে যোগদান করেন। পরবর্তীতে তাকে র্যাব-৯, সিলেট এর অধিনায়ক হিসেবে বদলী করা হয়।
নতুন অধিনায়ক মো. আসাদুজ্জামান যেন সততা ও ন্যায় নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করতে পারে এই বিষয়ে সিলেট বাসীর কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
উল্লেখ্য , গত ২৮ জানুয়ারি র্যাব-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার অজাদ আহমেদ বিজিবিতে বদলী হন।