রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাহুবলে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

উচ্ছ্বসিত আঁখি

বিনোদন ডেস্ক : গেল পহেলা বৈশাখটি নাচে গানে ভরপুর এক আয়োজনে কাটিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। বৈশাখের প্রথম দিনটিতেই নিজের সেই আনন্দ আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন এ শিল্পী। এই আয়োজনে সঙ্গে ছিল তার দুই মেয়েও। এদিকে বৈশাখের ঠিক দুদিন আগেই দুবাইতে বৈশাখ উপলক্ষে একটি অনুষ্ঠানে গান গেয়ে দেশে ফিরেছেন আঁখি। তিনি বলেন, দুবাইতে অন্যরকম একটি ভালোলাগার মতো অনুষ্ঠানে গাইতে গিয়েছিলাম। বৈশাখ উপলক্ষে প্রবাসীরা এই আয়োজন করেছিলেন। বরাবরের মতো তাদের এই অনুষ্ঠানে গাইতে খুব ভালো লেগেছে। আর দেশে ফিরেই পহেলা বৈশাখের আয়োজন উপভোগ করলাম।

সব মিলিয়ে বাঙালির সব থেকে বড় এ উৎসবটি প্রাণভরে উপভোগ করেছি এবার। দেশে ফিরে কী নিয়ে ব্যস্ত এখন? উচ্ছ্বসিত আঁখি বলেন, এখন শো নিয়ে ব্যস্ততা চলছে। দেশের বিভিন্ন স্থানে শো রয়েছে এই বৈশাখজুড়ে। সেই শোগুলোর জন্য প্র্যাকটিস করছি। তাছাড়া বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানেও অংশ নিচ্ছি। সামনেই ঈদ তাই বিভিন্ন অনুষ্ঠানের শুটিংয়ের চাপ বেশি। তবে আমি এই ব্যস্ততাটাও উপভোগ করছি। আর নতুন গানের কী খবর? আঁখি বলেন, কদিন আগেই ‘ল্যায়লা’ শীর্ষক আমার গান প্রকাশ হয়েছে। এর ভিডিওতে আমিই পারফর্ম করেছি। গানটি থেকে শ্রোতাদের দুর্দান্ত সাড়া পাচ্ছি। কয়েকটি নতুন গানের কাজ ইতিমধ্যে হয়ে আছে। সে গানগুলো শিডিউল অনুযায়ী বছরের বিভিন্ন সময়ে প্রকাশ হবে। এর বাইরে আরো কয়েকটি গানে কণ্ঠ দেয়ার কথা রয়েছে সামনে। সেগুলোও করে ফেলবো শিগগিরই। আমার বিশ্বাস, যে গানগুলো সামনে প্রকাশ হবে সেগুলোও পছন্দ করবেন শ্রোতা-দর্শক। কারণ প্রতিটি গানই বেশ যত্ন নিয়ে করা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com