শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল নিউ ভিশন কেজি এন্ড মডেল হাই স্কুলে চাকুরির বিজ্ঞপ্তি পাগলা কুকুরের তান্ডব, শিশু কিশোর যুবক যুবতিসহ আহত ২০ কুয়েত, বাহরাইন, আমিরাতের আকাশপথ আবার সচল যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরায়েলে ইরানের ‘ক্ষেপণাস্ত্র বৃষ্টি’, নিহত ৩ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ চার দেশের বাহুবলে প্রান্তিক জনগোষ্ঠী মাঝে ফ্রী চিকিৎসা সেবা দিলেন ডাঃ শারমিন আক্তার বাহুবলে অপহরণ করে কিশোরীকে রাতভর ধর্ষণ : শালা-দুলাভাই গ্রেফতার গভীর রাতে টিলাধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু শেখ হাসিনার বিচার ট্রাইবুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে রবিবার টানা বৃষ্টিতে সিলেটে জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত

স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে সিলেট-৩ উপনির্বাচন: সিইসি

তরফ নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রকোপ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে সিলেট-৩ আসনের উপনির্বাচন। ভোট পেছানো হবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। ভোটের দিন ওই এলাকা বিধিনিষেধের বাইরে থাকবে বলেও জানান সিইসি।

শনিবার দুৃপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘করোনা পরিস্থিতিতে ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের দিন এই আসনভুক্ত এলাকা কঠোর বিধিনিষেধের বাইরে থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন হবে। এজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটারদের মাস্ক পরে ভোটকেন্দ্রে আসতে হবে।’

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামসহ অন্য প্রশাসনিক কর্মকর্তারা।

গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৩ আসনে ২৮ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের হাবিবুর রহমান (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল), বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব) প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি এই নির্বাচন বর্জন করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com