শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
আরিফুর রহমান স্বপন, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসামে শনিবার রাতে ৭৫ পিচ ইয়াবাসহ ইয়াছিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লাকসাম থানা পুলিশ। ওই মাদক ব্যবসায়ী পৌর এলাকার কাদ্রা গ্রামের মৃত আশ্রাফ আলীর ছেলে।
পুলিশ জানায়, ইয়াছিন এলকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শনিবার রাতে পৌরশহরের সামনির পুল এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিচ ইয়াবাসহ ইয়াছিনকে গ্রেফতার করা হয়। আজ রবিবার সকালে ওই মাদক ব্যবসায়ী ইয়াছিনকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে লাকসাম থানার উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।