শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিলে নৌকা ভ্রমণ করতে গিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৌলভী বাজার সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে।
সরিষাবাড়ী তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মহব্বত কবীর জানান, সুবর্ণা আক্তার (১৭) ও ছোট বোন ঝুমা আক্তার, রোদসী আক্তার (৮), জান্নাতুল জয়া (১০) এবং অন্তরা (১০) সবাই সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসে। পরে নানার বাড়িতে বেড়াতে এসে ৯ জন মিলে সকালে কালিকাপুর নিকলী বিলে বন্যার পানিতে নৌকা নিয়ে ঘুরতে বের হয়। হঠাৎ নৌকা উল্টে গেলে সবাই বিলের পানিতে ডুবে পাঁচজনেরই মৃত্যু হয় এবং বাকি চারজনকে স্থানীয়রা উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মুহাব্বত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।