শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
তরফ নিউজ ডেস্ক : দেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির মধ্যে ব্যক্তিগত সফরে মালয়েশিয়া গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বুধবার মধ্যরাতে দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরেছেন তিনি। তার ফেরার কথা ছিল ৪ আগস্ট।
ডেঙ্গু পরিস্থিতি জটিল হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আর এ সংকটের মাঝেই ২৮ জুলাই সপরিবারে ব্যক্তিগত সফরে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব মো. ওয়াহাদুর রহমানের সই করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৫ জুলাই তারিখের একটি সময়সূচির বিজ্ঞপ্তিতে দেখা গেছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ব্যক্তিগত সফরে ২৮ জুলাই ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা করেছেন।
আগামী ৩ আগস্ট সেখান থেকে বাংলাদেশের পথে রওনা হয়ে ৪ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা ছিল কিন্তু তিনি আজ মধ্যরাতে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মন্ত্রী। আর এজন্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুধবারের ব্রিফিং একদিন পিছিয়ে দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার।