শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : সিলেটে একদিনে পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। থানাগুলো হলো সিলেটের বিশ্বনাথ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ।
সিলেটের পুলিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে বদলি করা হয়। গত ১৫ জুন সিলেটের নবাগত পুলিশ সুপার হিসেবে ফরিদ উদ্দিন যোগদানের দেড় মাসের মাথায় এক সঙ্গে পাঁচ থানার ওসিকে রদবদল করা হলো।
রদবদল হওয়া ওসিরা হলেন- গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিলকে পুলিশ লাইন্সের পরিদর্শক (নিরস্ত্র), কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদকে গোয়াইনঘাট থানায়, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা পিপিএমকে কানাইঘাট থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন পুলিশ লাইন্সের পরিদর্শক (নিরস্ত্র) মো. শামীম মুসা, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্ব পেয়েছেন পুলিশ লাইন্সের পরিদর্শক (নিরস্ত্র) শ্যামল বণিক। এছাড়া সিলেট পুলিশ অফিসের মাদকবিরোধী সেলের পরিদর্শক মীর মো. আবু নাসের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন।